চিত্ত রঞ্জন সরকার (জাগ্রত বিবেক) ২১৭১
পিসির চটি দাবার গুটি
আনবে মরণ টেনে;
সজাগ যদি না হয় মানুষ
যাবে ভেসে বানে।
পার্থ গেছে জ্যোতিপ্রিয় গেছে
গেছে কত লোক;
অর্থ লোভে নিজেরা ভোগে
এখন করছে শোক।
কি লাভ হলো অর্থ নিয়ে,
বর্ত করবে কে?
পাওয়ার সুখ নাপাওয়ার দুখ
সমান হবে যে।
এতো করে লাভ কি হল?
সম্মান গেল চলে;
ঐ আড়চোখে সবাই তাকায়
এবং চোর বলে!
মানুষ জন্মের সকল সম্মান
হারিয়ে ফেললি যে;
এই জনমে আর পাবি না
কোথা লুকাবি রে?
সত্যের পথে চলতে পারলে
দুঃখ হয়তো আসে;
লুকাবার মত কোন অসন্মান
থাকবেনা তোর কাছে।
৪ঠা কার্তিক,১৪৩০,
ইং ২২/১০/২০২৩,
রবিবার সকাল ৮:১৮। ২১৭১,১৯/২০১, ২৯/১০/২০২৩।