মানবিকতা থাকুক না থাকুক
ক্ষমতার সিংহাসনটা চাই;
অন্যায় ভাবে বা পেশীর জোরে
তাহাই যেন পাই।
ওই আকাশ কুসুম কল্পনাতে
ভাসছে সবাই নিজের মতে;
আর এই জগতে কোনমতেই
মিলবে না যে ঠাঁই ।
মানুষের থাকে মান আর হুশ
সাথে বিবেক বুদ্ধি চাই;
তা না হলে কেমনে আমরা
ওই মানুষের পরিচয় পাই?
মানুষ রূপের না হলে মানুষ
বলবো তারে কি?
সমাজ ছাড়া এই বিশ্বজোড়া
শুনবো পশুর মুখে ছি!
মা বোনের ঘরে পশু ঢুকে
তারা করছে অপমান;
দূরে দাঁড়িয়ে দেখছি আমরা
বুঝি এটাই মানবতার দান?
কেউ বা কাঁদে কাজের জন্য
কেউ বা চায় ভাত;
ঐ কোন শাসক নাচছে দেখো
সিনেজগৎ দিচ্ছে করে মাত।
পশুর আচার পশুর বিচার
চেতনায় ওরা তাই;
কেমন করে ভালো শাসন
ওদের কাছে পাই?
২৯শে অগ্রহায়ণ,২৪৪০,
ইং ০৬/১২/২০২৩,
বুধবার রাত ১১:২৪। ২২১৫, ১৯/২৬৭, ১২/১২/২০২৩।