আলোর দিন শেষ হয়ে গেছে
আঁধার শুরু হলো;
দিশেহারা আজ আমরা সবাই
কোথায় যাব বলো?

ওই সত্য ত্রেতা দ্বাপরের পরে
কলি যেমন এলো;
সহজ জীবন আর সহজ ভাবনা
এলোমেলো হয়ে গেল।

আমাদের সুখের দিন ছিল অতীত
সুখে দুঃখে মাখা;
নিবিড় ভালোবাসার সেই মনটা ছিল
বুকের ভিতর আঁকা।

তখন সুখে দুঃখে মনটা তৃপ্তি পেত
সবার পাশে থাকতে;
আলোচনায় হোক গান গেয়ে হোক
কিংবা ছবি আঁকতে।

যাহার পাশের আসন ফাঁকা হল
সেই বোঝে জ্বলা;
এই যেন সেই বিদায়ের বেলায়
পরিয়ে দেওয়া মালা।

১৫ই চৈত্র, ১৪৩১,
ইং ২৯/০৩/২০২৫,
শনিবার বিকেল ৬:৪৭। ২৬৮৭,
২৫/৫৬, ৩০/০৩/২০২৫।