চর্চা যদি করতেই হয়
পর চর্চা নয়;
চর্চা কর নিজেকে নিয়ে
যুদ্ধ করবে জয়।
পরচর্চায় নিজের ক্ষতি
সত্যের বাঁধন টোটে;
ভালো ভাবনায় জগৎ মাঝে
সুন্দর ফুল ফোটে।
কালি ঘাটলে কালোই হয়
হাতে মুখে লাগে;
সাদা পথে থাকলে পরেই
চিত্তে চেতন জাগে।
সত্য মিথ্যা সারা জীবন
শুধুই শিক্ষা দেয়;
জ্ঞানের পরশ এলে মনে
জীবন ধন্য হয় ।
১৭ই ভাদ্র, ১৪৩০,
ইং ০৪/০৯/২০২৩,
সোমবার বেলা ১১:৪২। ২১৩১, ১৯/৪৩, ১৭/০৯/২০২৩।