কফি ভালো চিনি দুধে
পরিমাপ সঠিক হলে;
একাকিত্বে নাই আনন্দ
মনে নিরানন্দ চলে।
খুঁজতে হবে সঠিক বন্ধু
যে আমারে বোঝে;
যে সঙ্গী হবে সুখে দুখে
ভালো-মন্দ সুুঝে।
মিটবে তবেই জীবনের সাধ
সকল দুঃখ-কষ্ট নিয়ে;
বন্ধু সে একান্তই প্রাণের বন্ধু
মেলে অন্তর দিয়ে।
মিলন যদি সঠিক হয়
স্বাদের ঘাটতি নাই;
এই জীবনে এটাই সত্যি
প্রতি পদক্ষেপে পাই।
২৮শে বৈশাখ ১৪৩১,
ইং ১১/০৫/২০২৪,
শনিবার সকাল ১০:৫২।২৩৬৬,২১/৫৭
১২/০৫/২০২৪।