জগতে পাপি, তাপি, অধার্মিকরা,
মতবাদী ধর্মের কথা বলে;
ফলে সমাজে হিংসা-বিদ্বেষের
অসহনীয় দৌরাত্ম্য চলে।

ব্যক্তি স্বার্থের এই বুনন
এতই কৌশলী ও মসৃণ;
দলবদ্ধ মানুষের কাছে তাহা
সহজেই পৌঁছায় দিনে দিন।

দেখেও শিখি না আমরা
চলি পিছু পিছু;
গা ভাসিয়ে দিলে পরে
জোটে বোধ হয় কিছু।

বিপরীতে হাঁটতে গেলে
থাকে সংঘাতের ভয়;
সত্যকে হারিয়ে দিয়ে
হয় মিথ্যার জয়।

ক্ষনিক পরে মিথ্যা তার
আসল রূপ ধরে;
ভয়ে কষ্টে ওই গ্রহীতারা
কাঁপে প্রবল জ্বরে।

৭ই চৈত্র, ১৪৩১,
ইং ২১/০৩/২০২৫,
শুক্রবার সকাল ৯:৫৩। ২৬৮০,
২৫/৩৫, ২২/০৩/২০২৫।