ঐ সারা জীবন অপেক্ষাতে  
থাকতে হবে সবার;
এটাই জীবন এটাই প্রকৃতি
পাবে তুমি কবার?

সবাই ওই তাকিয়ে থাকে
সম্মুখে যে তাই;
পাবো বলেই বসে থাকা
আমরা যাহা চাই।

পাওয়ার আশায় আনন্দ আছে
আবেগ ঘন প্রাণ;
সম্মুখে ওই অনিশ্চিত পথ
এই প্রকৃতির দান।

২রা আষাঢ়, ১৪৩১,
ইং ১৭/০৬/২০২‍৪,
সোমবার সকাল ৯:১৭।২৪০৬,২১/১৩৮,
২০/০৬/২০২৪।