আর্য ভাবনা ছিল ভালো ভাবনা
মন্দ ও ছিল তার পাশে;
ছিল পঁচিশ শতাংশ হয়তো তাঁরা
বাকী পঁচাত্তর আজও বেঁচে আছে।
শক্তি-সামর্থ্য ছিল তাঁদের সে কথা
অস্বীকার করার জায়গা নাই;
তাঁদের ভাবনা ভারতে ছড়িয়ে দিল
আজও পঁচাত্তর শতাংশ মানে তাই।
পঁচিশই এনেছে মানুষে মানুষে বিভেদ
ওই জাতপাত উঁচু-নিচু;
তাই হলো সমাজে সৃষ্টি এই শত্রু মিত্র
ভুল কি বললাম কিছু?
শরীরের গঠন ভাগ করে দিল
এই ভূখণ্ডে আমরা, ওরা, তাঁরা,
তাই নিয়ে আজও চলছে সংঘাত
আর হচ্ছে মানুষ বিবেক হারা।
সবার মনে সেই ক্ষমতা দখল
সবই ব্যক্তি সুখের ফল;
তাই দেখি এত গোলা বারুদ
তৈরি মানুষ মারার কল।
পঁচাত্তর বুঝি আজ ভাবনা শূন্য
মনে হয় হাবভাব দেখে;
বুঝি পঁচিশ দিয়েছে চিন্তা চেতনা
ওই বাকীদের হৃদয়ে মেখে।
পঁচাত্তর ও দিয়েছে অনেক কিছু
পঁচিশের মানতে কষ্ট হয়;
ফলে জাতপাত, হিংসা-বিদ্বেষে
বুঝি পঁচাত্তরেরই সব দায়।
জাগো পঁচাত্তর জাগো আবার
ওই পঁচিশকে বোঝাতে হবে;
মানুষ আমরা ভাই ভাই সব
তাহা বুঝবে ওরা কবে?
আর্য মুঘল ওরা পঁচিশ শতাংশ ছিল
এই ভূখণ্ডে বিদেশী অনুপ্রবেশকারী;
আর পঁচাত্তর যারা এদেশের মানুষ
তাঁরা সবই কি অবিমৃশ্যকারী?
১০ই মাঘ, ১৪৩০,
ইং ২৫/০১/২০২৪,
বৃহস্পতিবার রাত ৬:০২। ২২৫৯, ২০/৮৫, ২৬/০১/২০২৪।