বাঙালির বাংলা, বিজয় দিবস,
শুধুই তোমার জন্য;
তাইতো তুমি জাতির পিতা
ইউনুস হয়েছে বন্য।
জন্মভূমি আর ওই জন্মদাত্রী
স্বর্গ সমান তারে;
পয়সার লোভে বিক্রি করে
নিজের মাকে ওরে।
হিন্দু বৌদ্ধ মুসলিম খৃষ্টান
সবার দেশ এটা;
বাংলা মোদের সোনার বাংলা
রাখবো ধরে গোটা।
ত্রিশ লক্ষ বাঙালি খুন করেছিল
ওই জামাতি পাকিস্তান;
তাদের সমর্থকদের এই বাংলায়
দেব না কোন স্থান।
এবার পালাও ইউনুস পালাও
সাঙ্গ-পাঙ্গ নিয়ে;
বাংলার বাঙালি ক্ষেপে গেলে
ছাড়বে ফাঁসি দিয়ে।
৩০শে অগ্রাহায়ন, ১৪৩১,
ইং ১৬/১২/২০২৪,
সোমবার দুপুর ১২:৪১। ২৫৮৭, ২৪/০৯
১৮/১২/২০২৪।