পহেলা বৈশাখ আর পঁচিশে বৈশাখে
লাগলো রং কাল বৈশাখীর;
আর ঐ কেন্দ্র-রাজ্যের ভোটের দ্বন্দ্বে
কি হবে দেশ পোড়ার মুখীর?
ওই ধর্মীয় মৌলবাদের এক সারিতে
মানুষের কবি রবীন্দ্রনাথকে চায় জড়াতে।
আনন্দের বৈশাখ আজ উত্তপ্ত জ্বালামুখী
নেতা-নেত্রীরা সবাই তাতেই সুখী।
তাপদগ্ধ বৈশাখীকে আনন্দে ভাসায়
কবিগুরুর সেই জন্মদিন;
ওই সারা বিশ্ব আজ শোধিতে চায়
নাচে গানে তাঁহার ঋণ।
বুঝি বাঙালি আজ কাঙালি হলো
বলছে ভাষা নানা রঙে;
শুনি অকথ্য ও আজ কথ্য হল
ক্ষমতার লোভে নিজের ঢঙে।
কোথায় রবি আর কোথায় নজরুল
কোথায় বাংলার মুনি ঋষি?
জট পাকিয়ে গেল বুঝি আজ
চোরেরা সাধুর দলে মিশি।
এবার ছাড়াতে এই কঠিন জটলা
আজ বিপ্লবীদের বড় প্রয়োজন;
নাহলে বাঙালির বাঙালিত্ব ধ্বংস হবে
হবে বিফল বাংলা মায়ের সব আয়োজন।
২রা বৈশাখ, ১৪৩১,
ইং ১৫/০৪/২০২৪,
সোমবার সন্ধ্যা ৬:২০। ২৩৪১,২১/৫, ৪ঠা বৈশাখ, ১৭/০৪/২০২৪।