ওই পাগলের পাগলামি
চেতনায় আসে নামি
যেতে যেতে ওই পথে
বলে কথা নিজ মতে।
অন্তর চেতনায় ভাবনার বেদনায়
সেই সৃষ্টির সুধা রসে
নিজেকেই ভালোবাসে;
আকুলি বিকুলি তায়
কত কথা বলে যায়
বুকভরা হাসি হাসে।
পাগল আমরা সবাই
কেউ কি সোজা যাই?
এঁকেবেঁকে পথ চলা
ভালো মন্দ কথা বলা।
আস্ত একটা নিরেট মানুষ
হয়ে যায় কেন ফানুস
শুধুই কি পাগল বলে?
সেই ধারা আজও চলে।
মান-হুস সব ছাড়ি
অভীষ্ট বাড়ী গাড়ি।
এই পাগলের পাগলামি
সমাজে তাঁরা দামি।
কলম আর কালিতে
বসে ওই জানালাতে
কত ছবি এঁকে যাই
আঁকার তো শেষ নাই।
ওই পাগলের সংজ্ঞাটা
কালো মেঘের ঘনঘটা
মনে মনে রেখে বাকী
উঁচু মাথায় বেঁচে থাকি।
২৬ শে চৈত্র, ১৪৩০,
ইং ০৯/০৪/২০২৪,
মঙ্গলবার বিকেল ৬:২৯। ২৩৩৬, ২০/১৯৯, ১২/০৪/২০২৪।