যারা দেখেছে যৌবনা পদ্মার রূপ
ওই পয়ষট্টি, সত্তরে;
তাঁরা যৌবন হারিয়ে বৃদ্ধতে এসে
চিনিতে পেরেছে আপনারে।
প্রকৃতিতে আছে যারা, হয়না হারা
সেই জীবনের ধারা;
শৈশব কৈশোর যৌবন পেরিয়ে এসে
তাই বৃদ্ধতে ঘোরাফেরা।
সবুজ হারায় প্রকৃতি ক্রম পর্যায়
পেয়েছি খা খা বালুচর;
তেমনি আমাদের প্রিয় গঙ্গা পদ্মা
পেয়েছে শুষ্ক সংকীর্ণ ধর।
এটাই জীবন, এটাই ভবিতব্য
পারেনা অতীতকে ধরে রাখতে;
জীবনের ধারা হবেই যে হারা
আমরা ভেবেও পারিনা ভাবতে।
জন্মের পরে ওই সেই মৃত্যু
আসবেই আসবে একদিন নেমে;
এটাই প্রকৃতি এটাই সনাতন
হয়না অন্যথা কোনো মূল্য দামে?
২১শে বৈশাখ,১৪৩১,
ইং ০৪/০৫/২০২৪,
শনিবার রাত ১২:০৫। ২৩৬৩,২১/৪১, ০৯/০৫/২০২৪।