জীবন চলে কালের তালে
পথটা বড় সোজা;
মানুষ তারে কঠিন করে
যায় না তাহা বোঝা।
আমি, আমার, ভাবনা যত
ব্যক্তি স্বার্থে করি;
আজকে যারে ভালো বলি
কালকে খারাপ ধরি।
কালের সাথে ভালো-মন্দ
চলে অহর্নিশ;
চলার পথেই দেখতে পাই
অমৃত আর বিষ।
জীবন চলে সম্মুখ পানে
বিকল্প তার নাই;
ঐ ছন্দে-মন্দে সত্য নিয়ে
সেই পথেই ধাই।
২৫শে আশ্বিন, ১৪৩১
ইং ১২/১০/২০২৪,
শনিবার সকাল ৯:৩৫। ২৫২১, ২৩/২৮,
১৩/১০/২০২৪।