ওয়েনাড়ের ধ্বংস দেখে
যদি নাইবা কেউ শেখে;
জীবনটা তার হবে বৃথা
ঐ একটু একটু করে।
প্রকৃতি যখন রুষ্ট হয়
কেইবা রুখবে তারে?
জীবন যাবে ওই সবার
বসে নিজেদেরই ঘরে।
হিংসার তবু নাইরে শেষ
টেনেই যাই তার রেশ;
ভাবি কি একদিনের জন্য
আছি হেথা সবাই বেশ?
সনাতনের কথাই বলি
কিছু শিখিনা তাঁর কাছে;
ওই জন্ম মৃত্যু ছাড়া বল
কিবা এই জীবনে আছে?
১৮ই শ্রাবন,১৪৩১,
ইং ০৩/০৮/২০২৪,
শনিবার দুপুর ১২:৩২। ২৪৫১, ২২/৬৯,
০৪/০৮/২০২৪।