একা বসে ভাবি আমি
অতীত স্বপ্নের কথা;
বাস্তব হয়নি কণা মাত্র
জাগে মনে ব্যথা।

জন্মভূমি ভালোবেসেছিনু
আশা নিয়ে বুকে;
কালবৈশাখী কেড়ে নিল
মাথা গেল ঝুকে।

বাঁচাটাই যেন কঠিন হলো
পথে ঘুরে ঘুরে;
অবশেষে এসে পেলাম ঠাঁই
দূরে- বহু দূরে।

এসে এই জীবনের শেষে
আজ ও  স্বপ্ন দেখি;
শৈশব কৈশোর খানিক যৌবন
আহা আনন্দ সেকি!!

১২ই কার্তিক, ১৪৩১,
ইং ২৯/১০/২০২৪,
মঙ্গলবার রাত ৯:১৭। ২৫৩৯, ২৩/৮৬,
৩১/১০/২০২৪।