অতীত হতে প্রাণের মাঝে
উঠে আসে কত কথা;
কত যে সব হীরা-মুক্তা
ভাবতে আজ লাগে ব্যথা।
মানুষ হয়ে জন্ম লয়ে
সুখের পিছে ছুটতে গিয়ে;
কোন আঁধারে তলিয়ে গেলাম
বুঝতে নারি হৃদয় দিয়ে।
নীড় হারা পাখীর মত
ঘুরে ফিরি পথে পথে;
হিসেব সব এলোমেলো
মিলছেনা আজ কোন মতে।
সবুজ ঘেরা নদীর পারে
আদর মাখা সেই যে অতীত;
সব হারিয়ে দাঁড়িয়ে আছে
ওঁই মরুভূমির মূর্ত প্রতীক।
রক্তে ভেজা আগুন ঝরা
সেই স্বাধীনতার দিনগুলো;
দাসত্বের শৃঙ্খলে আবার কোথায়
ওই অন্ধকারে হারিয়ে গেল।
দিল খোলা সেই প্রাণের কথা
আর ভাবতে পারি না;
খোলা হাওয়া, মেঠো পথ
জীবনে আর পাবো না।
২৬শে পৌষ, ১৪২২,
ইং ১২/০১/২০১৬,
মঙ্গলবার সকাল ৬:০২। ২১৩৮, ১/১৪৪, ২৫/০৯/২০২৩।