এখনো সময় আছে ঘুরে দাঁড়াও
বিবেকবান আছো যারা;
ধর্মীয় মৌলবাদের কঠিন অত্যাচারে
শেষ হয়ে যাবে ধরা।

মানুষে মানুষে, বিভেদে বিভেদে,
হয়ে যাচ্ছে সমাজ মলিন;
কৌলিন্য আর থাকবে না বন্ধু
কে কারে বলবে কুলিন?

অতীতকে মুছে হয় না বর্তমান
ওই ভবিষ্যৎ দূরের কথা;
মসজিদ ভেঙে মন্দির গড়ে
একদিন পাবেই প্রাণে ব্যথা।

আদি থেকে এসে এই বর্তমানে
প্রশ্ন জাগে না মনে?
অতীতের ভীতে দাঁড়িয়ে সবাই
এক থেকে দশ গোনে।

পর্ব প্রথম সেই সৃষ্টির গঠন
সাজায়েছে পথ ফুলে ফুলে;
এসে মাঝের পর্বে কেন আজ
ভরে দেবে ঝুলে ঝুলে।

সচ্ছ করো দ্বার মনচেতনার
মানুষ আমরা সবাই;
অন্যের মতবাদে ধ্বংস হয়োনা
সেই কথাটাই ভাবাই।

সময় থাকতে করো লড়াই
চলে গেলে পাবে না;
অসময়ে দিলে রক্ত ও প্রাণ
মুক্তি তো মিলবে না।।

১লা আশ্বিন, ১৪৩১,
ইং ১৮/০৯/২০২৪,
বুধবার সকাল ৮:৫৪।২৪৯৭, ২২/১৯০,
১৯/০৯/২০২৪।