শৈশব যায় কৈশোর যায়
যায় চলে যৌবন;
বৃদ্ধ বয়সে এসে সবাই
ওই খোঁজে মৌবন।
সময়ের কাজ সময়ে হবে
কভু অসময়ে নয়;
বন্ধু বিচ্ছেদ হলে পরে
কে নেবে তার দায়?
পথিক সবাই পথে চলে
যে পথটা ফেলে এলে
সেই পথটা সম্মুখে আর
জীবনে কি কভু মেলে?
অতীত সে যে অতীতই শুধু
দৃষ্টি ওই সম্মুখে থাকে;
সেই পূর্ব জ্ঞান সাথে নিয়ে
নতুন কেই সে যে মাগে।
মৃত্যু কালেই জন্মের সময়
হয়তো সবাই ফিরে পায়;
সবাই আসে গোড়ায় ফিরে
ভাটির টানে ফিরে যায়।
১১ই আষাঢ়, ১৪৩১,
ইং ২৬/০৬/২০২৪,
বুধবার বিকেল ৩:৪১।২৪১৪,২১/১৬৪,
২৮/০৬/২০২৪।