কৌশল করে অনেকেই মরে
ওই অর্থের লোভ
বয়ে আনে ক্ষোভ।
আলো সরে গিয়ে আঁধারে ভরে।
চেতনা কঠিন হতে হয় লীন
আর সাধনার ফল,
সব বাধা হয় জল।
শেষে আনন্দে বেজে ওঠে বীণ।
জন্মের পরে নিয়ে সব ঋণ
সুখে দুখে চলে
নানা কথা বলে।
এভাবে ওই কেটে যায় দিন।
মিথ্যা আচার আনে অনাচার
অধ্যাপক সন্দীপ ঘোষ
দেখেছে জনতার রোষ।
অর্থের লোভে করেছে ব্যভিচার।
৮ই আশ্বিন, ১৪৩১,
ইং ২৫/০৯/২০২৪,
বুধবার রাত ৭:১০। ২৫০৬, ২৪/০৪,
২৮/০৯/২০২৪।