অন্যের মঙ্গল চাইলে পরে
নিজের মঙ্গল হয়;
তার চাইতে মধুর কিছু
এই জগতের নয়।
জ্ঞান-বিজ্ঞান আর চেতনা
ডিগ্রিতে কি মেলে;
তা না হলে ওই শিক্ষা মন্ত্রী
পার্থ কি যায় জেলে?
ছোট্ট ভাষা কঠিন লাগে
করতে মুখে উচ্চারণ;
তাই শুধু সার্টিফিকেট নয়
মানবিক চেতনার প্রয়োজন।
এই বর্তমান মিলিয়ে যাবে
ওই অতীতের গর্ভে;
নব ভবিষ্যৎ আসবে আবার
নিয়ে চেতনা সদর্পে।
যাওয়া আসার এই খেলা
হেথা চলছে অবিরাম;
দেখি মুহূর্তে মুহূর্তে পরিবর্তন
নাই তার বিরাম।
রইল আমার হার্দিক শুভেচ্ছা,
আগত নববর্ষের জন্য;
সবাই আনন্দে থাকুন সুখে থাকুন
থাকুক বিশ্ব জনারন্য।
১৪ই পৌষ, ১৪৩১,
ইং ৩০/১২/২০২৪
সোমবার বেলা ১:১৬। ২৬০১,২৪/৪৩,
০১/০১/২০২৫।