একজন অন্যায় করছে বলে
আমিও অন্যায় করবো?
ধর্মীয় সুরসুরি দিয়েই কি শুধু
শেষ হবে অন্যায় পর্ব?

হিংসা দিয়ে হিংসার প্রতিরোধ
হয়েছে কোন কালে?
দ্বন্দ্বে দ্বন্দ্বে শেষ হয়ে যাবে
ফুটবে না ফুল ডালে।

সুস্থ সমাজ সুস্থ পরিবেশ
তৈয়ারী করতে হলে;
ধৈর্যের বাঁধন জানতে হবে
হিংসা দ্বেষের কালে।

যাকে আমরা ধর্ম বলি
তা তো ধর্ম নয়;
ওই যে মতবাদের গুতাগুতি
বইছে মানুষ দায়।

আসবে কি সুখ এমনি করে
বুঝবো আমরা কবে?
বড্ড ছোট্ট জীবন, ছোট্ট সময়
শেষ হয়ে যে যাবে।

আমি বড় আর ও ছোট
দ্বন্দ্ব কেমন বলো?
মৃত্যুর পরে একই জায়গায়
চেতন দুয়ার খোলো।

১২ই ফাল্গুন, ১৪৩১,
ইং ২৫/০২/২০২৫,
মঙ্গলবার বেলা ১:৫২।২৬৫৭,
২৪/১৭৯, ২৬/০২/২০২৫।