ওরে! ভারতের আদিবাসী অনার্য যারা
অনুপ্রবেশকারী আর্যদের লাথি খেয়ে
আর কতদিন বেঁচে থাকবি তোরা?
এবার ছুটাতে হবে অশ্বমেধের ঘোড়া।
জাগরে এবার, ওঠরে এবার,
সময় বুঝি হলো;
আর অপমান সইবো কেন?
এবার আওয়াজ তোলো।।
আরে- মনুবাদের ধ্বজাধারী
তোদের ছাড়তে হবে দেশ;
বিভাজনে বিভাজনে ভারতবর্ষ
তোরা করে দিলি শেষ।
মোগল যারা ছিল তারা-
তোদের মত অনুপ্রবেশকারী;
জবরদখল করলি এসে
ওই ফেউয়ের রূপ ধরি।
স্বদেশীরা আজ আমরা হলাম
রাক্ষস আর বানর;
বিদেশ থেকে এসে তোরা হলি
ব্রাহ্মণরূপী হাঙর।
মিথ্যা দেব দেবীর প্রচার করে
অনার্যদের দেখালি ভয়;
সেই ভয়ের মাশুল নিয়ে তোরা
ভারত বর্ষ করতে চাস জয়?
পারবি না আর তেমন করে
দেখ চেয়ে অতীত ইতিহাস?
মোগল যেমন হারিয়ে গেছে
তোদের ও উঠবে এবার শ্বাস।
ছাড়তে হবে এবার তোদের
অনার্যের এই ভূমি;
মুঘোল পাঠান যেমন গেছে
তোরা তেমন যাবি।
এই প্রকৃতির যে এমনি ধারা
রুখবে বল কে?
অনার্যরা নীচু মাথা উঁচু করে
আজ দাঁড়িয়ে আছে যে।
২২শে ফাল্গুন, ১৪৩১,
ইং ০৭/০৩/২০২৫,
শুক্রবার দুপুর ১২:১৪।২৬৬৬,
২৫/০৬, ০৮/০৩/২০২৫।