এই জগতে অমানুষ যারা
সুড়সুড়ি দিয়ে তাতায় তারা।
সুখ-শান্তি দিতে পারেনা মোটে
ধর্মের ষাঁড়ের মত শুধুই ছোটে।
দেখো ওদের মিথ্যাচারে খই ফোটে
ধর্ম জাতের নামে ফেরে গোঠে গোঠে।
ওই মন্দির মসজিদ আর গির্জায় ঠাঁই
যেথায় ওরা সবাই আপন ভাই ভাই।
এই জগতে কর্মহীন এর কর্ম বেশি
অকম্মারাই ওদের মাসি পিসি।
জানি চোরের দলে চোর মেশে
বিষের জ্বালা খতম হয় ওই বিষে।
ওরা পরের ধনে পোদ্দারি করে
সকল অত্যাচারের সীমা ছেড়ে।
তাই নানান ভাবে ভয় দেখিয়ে
আপনজন সিংহাসনে দেয় বসিয়ে।
ফলে শোষণ শাসন দুই হয়
আর জ্ঞানীগুণীকে জেলে পাঠায়।
নিজের রাস্তা করতে ফাঁকা
ওদের পথটা চিরকালই বাঁকা।
এই অমানুষদের রুখতে গেলে
মানুষদের ভাবতে হবে পলে পলে।
এবার তবেই যদি মুক্তি আসে
ধ্বংস করতে হবে বিষের বিষে।
১৮ই আশ্বিন, ১৪৩০,
ইং ০৬/১০/২০২৩,
শুক্রবার বেলা ১১:১৫। ২১৫২, ১৯/১৩১, ০৯/১০/২০২৩।