অজ্ঞানের জ্ঞানী তুমি
নকল করে পাশ;
ঐ সম্মানে ফেল করে
নিতে পারো শ্বাস।
মাথা উঁচু করে সমাজে
বাস করতে চাও?
সত্যের পথ ধরে তবেই
সম্মুখে এগিয়ে যাও।
ওই সত্যই বাস্তব হেথায়
মিথ্যা দুরাচার;
সত্য ছেড়ে মিথ্যার পথে
কেমনে হবে পার?
মিথ্যার যে অস্তিত্ব নাই
শূন্য চারিধার;
পাবেনা কাউকে সাথে
ডেকে বারবার।
ধ্বংস আনবে ডেকে
সত্যিই তোমার;
অতলে তলাবে তুমি
আশ্রয়ে মিথ্যার।
১৭ই ফাল্গুন, ১৪৩১,
ইং ০২/০৩/২০২৫,
রবিবার সকাল ১১:২৪।২৬৭৭,
২৪/১৯০, ১৯/০৩/২০২৫।