ওই নীতিহীনের ডাকে
নীতিহীনেরাই জোটে;
আর সেই অন্ধকারে
কালো ফুলই ফোটে।
দিনের আলো সাদা ফুল
চাঁদের আলোয় রঙিন;
ঐ অসৎ ভাবনার প্রভাবে
চরিত্র হয় সঙিন।
সৎচেতনায় সততা আসে
অসৎ চেতনায় ধ্বংস;
এমনি করে ই রেখে যায়
নিজের পরিচয় বংশ।
২৯শে মাঘ ১৪৩০,
ইং ১৩/০২/২০২৪,
মঙ্গলবার রাত ১১:০৬। ২২৭৮, ২০/১০৮, ১৪/০২/২০২৪।