চেতনা যখন দাসত্বের অন্ধকারে
আসে ঐ ধ্বংস অনিবার্য;
বাংলার জনগণ ও বাঙালির মন
আজ করছে সেই কার্য্য।
মায়ের সম্মান নিয়ে কাড়াকাড়ি
বুঝি জন্মায়নি মায়ের গর্ভে;
ঐ পশু বলে তাদের চিহ্নিত কর
আর দেও চেতাবনি সদর্পে।
জনমে মা আর ওই জীবনেও মা
মা ছাড়া হয় না যাহা;
পশুরা মাকে যখন উলঙ্গ করে
শুধুই বলবে কি আহা?
স্বাধীনতার জন্য, ভাষার জন্য
যেমন রক্ত দিতে পারি;
তেমনি মায়ের সম্মান বাঁচাতে
করো না হুলিয়া জারি।
বন্ধু হানতে হবে আঘাত এবার
জাগো সব মায়ের সন্তান;
ওই মায়েরা যেন আর না কাঁদে
কর পশুর রক্তে স্নান।
৯ই ফাল্গুন, ১৪৩০,
ইং ২২/০২/২০২৪,
বৃহস্পতিবার রাত ৮:৪৫। ২২৮৮, ২০/১২৩, ২৪/০২/২০২৪।