সর্ব ধর্মের প্রার্থনা স্থল
এই লোটাস টেম্পল;
সবাই আসে সবাই বসে
বড় শীতল এই হল।
নির্মাণ করেছেন বাহা উল্লা
জেনে রাখো তুমি;
মনুষ্যত্বের একটা বড় প্রমাণ
লোটাস টেম্পেল ভূমি।
কত কত মহান ব্যক্তি,
বিশ্বে ছড়িয়ে ছিটিয়েছিল;
সংকীর্ণ মনের ক্ষুদ্র দৃষ্টি
মোদের ধর্মের বাঁধন দিল।
অশ্রু আসে ভাবি যখন
কোথায় আমরা আছি?
আজকে মরলে কালকে আমরা
হয়ে যাব বাসি।
কেউ রবে না পাশে মোদের
দেহ পচন ধরে যাবে;
শ্মশান কিংবা কবরে ফেলতে
সবাই ব্যস্ত হবে।
কোথায় পিতা? কোথায় পুত্র?
কোথায় মাতা, কন্যা?
জীবিত কালে পাবার ছলে
দেখি মানুষের বন্যা।
ওহো জীবন! ওরে জীবন!
অবাক হয়ে দেখি;
সারা জীবন কত না লড়াই
এসে শেষ প্রান্তে শিখি।
জীবনের বোধ আসুক সবার
চেতনার দিশা তাই;
এই মানুষ পেলে মনুষ্যত্ব ফিরে
তার অধিক কিছু নাই।
২২শে পৌষ, ১৪৩১,
ইং ০৭/০১/২০২৫,
মঙ্গলবার বিকেল ৪:৪০। ২৬১২, ২৪/৬১,
১২/০১/২০২৫।