চিত্ত রঞ্জন সরকার (জাগ্রত বিবেক)২৪৪৪
অগ্রন্থিত সকল চেতনার কথা
রয়ে যায় অন্তরালে;
হতে পারে তাহা পথপ্রদর্শক
মানুষের কাছে এলে।
সবার চেতনা স্বতন্ত্র জগতে
রসায়ন তার ভিন্ন;
আমি যাহা বলি তাহা শেষ নয়
আছে কিছু হেথা অন্য।
উপমার ছলে জগতে চলে
মাতা-পিতার কত কথা
না শুনিলে হয় জীবন বৃথা
পায় সাঁঝের বেলায় ব্যথা।
অগ্রন্থিত তাই গ্রন্থিত কর
এই জগতের মঙ্গলে;
মুক্তি পাবে শুক্তি হতে
খোলা আকাশ তলে ।
ছোট, বড়, হয়ে যাবে এক
বিভেদ রবেনা আর;
ফলে সকল দ্বন্দ্ব বন্ধ হবে
কাটিবে আঁধার ভার।
১১ই শ্রাবন,১৪৩১,
ইং ২৭/০৭/২০২৪,
শনিবার সকাল ৯:১৭।২৪৪৪, ২২/৪৯,
২৮/০৭/২০২৪।