উদ্দীপ্ত শপথে উদ্বুদ্ধ হোক
সততার প্রতীক নূতন প্রজন্ম;
মিথ্যার কাছে নোয়াবে না মাথা
তাঁরা থাকবে দৃঢ় আজন্ম।
একটাই সত্য মানুষ আমরা
মিথ্যারে দিওনা কোন প্রশ্রয়;
হবে আশ্রয়হীনের বন্ধু তোমরা
ছেড়ে দেনা-পাওনা ক্রয় বিক্রয়।
অতীতের ত্রুটি সংশোধন করে
নিতে হবে আজ দীপ্ত শপথ;
সেই অভিজ্ঞতায় দাঁড়িয়ে বর্তমানে
সুনির্দিষ্ট করো ভবিষ্যতের পথ।
স্বাধীনতার যুদ্ধ দেখো নাই
অভিজ্ঞ হও নাই ইতিহাস পড়ে;
কেমন করে পারবে তোমরা
দিতে সোনার বাংলা গড়ে?
দল মতহীন কত পন্ডিতেরা
জীবন দিয়েছে শত্রুর হাতে;
যাদের হাত কাঁপে নাই
মা বোনের ইজ্জত নিতে।
তোমাদের হাতে রইল ভার
আশ্রয় দিও না ওই রাজাকার;
স্বচ্ছ সুন্দর প্রশাসন দিয়ে
তুলে নাও তোমরা দেশের ভার।
মুক্তি সূর্য সবুজ পতাকায়
সোনার বাংলার ওই যে প্রতীক
শক্ত হাতে বহন করো
হও দেশের গর্ব নতুন পথিক।
২৫শে শ্রাবন,১৪৩১,
ইং ১০/০৮/২০২৪
শনিবার বিকেল ২:৫১। ২৪৫৮, ২২/৮৩,
১১/০৮/২০২৪।