এই চেতনার পরিবর্তন হবে
তাহা হতে সময় নেবে;
বিপর্যয়ের তাপ গায়ে লাগলে
তবেই তাড়াতাড়ি হবে।

সময়ের সাথে মনের পরিবর্তন
যারে বলি বিবর্তন;
আসবেই তাহা বলবে আহা!
ছিল কি সঠিক মনন?

ভাসালে জোয়ারে চেতনা সরায়
ছিল ভাবনার সময় ওটা;
জন্ম-মৃত্যুর মাঝে কঠিন জীবন
জড়িয়ে সত্য মিথ্যা গোটা।

সত্য-মিথ্যায় থাকে জটিলতা
ওই অভীষ্টে সত্য থাকে;
মিথ্যারা আসে মিথ্যারা যায়
হবে সত্যের দেখা বাঁকে।

৩১শে ভাদ্র, ২৪৩১,
ইং ১৭/০৯/২০২৪,
মঙ্গলবার রাত ৭:৩৭।২৪৯৮, ২২/১৮৭,
২০/০৯/২০২৪।