মানুষ ওরা নয় গো বন্ধু
অমানুষের দল;
আজ কিংবা কাল তাঁরা
পাবেই কর্মের ফল।
গায়ের জোরে দেখাতে পারে,
মনের জোরে নয়;
জীবনীশক্তি নয় তো আপন
হারানোর থাকে ভয়।
আজ যে শক্তি দেখালে তুমি
কাল তো পারবে না;
তাই সেই কৃতকর্মে প্রাপ্য ফল
কে বলে তুমি পাবে না?
অন্যায় কিংবা ভুল কাজের
প্রাপ্য সাজাই পাবে;
ওই ন্যায় অন্যায়ের কর্মফল
তোমার সাথেই রবে।
১৭ই মাঘ, ১৪৩০,
ইং ০১/০২/২০২৪,
বৃহস্পতিবার বেলা ১১:১৫। ২২৬৭, ২০/৯৫, ০৩/০২/২০২৪।