যে চলে যায় সে ভালো যায়
যে আসে থাকে দুশ্চিন্তায়;
ওই সেই অতীতকে মনে করে
স্মৃতির পাতায় ফিরে ফিরে চায়।
সিদ্ধান্ত হল কিছু করবো বলে
সব সঠিক হবে কে বলতে পারে?
নিশ্চয়তা কোথায় ওই ভবিষ্যতে?
এই জীবন স্থায়ী ক্ষনিক তরে।
আর পরিবর্তন আসে প্রতিমুহূর্তে
এখন আছি ক্ষনপরে থাকবো কি?
সংশয়ের ওই দোলা চালে আমরা চলি
আজকের দিন কালকের মত হবে কি?
১৩ই কার্তিক,১৪৩০,
ইং ৩১/১০/২০২৩,
মঙ্গলবার সকাল১১:২৪ । ২১৭৪, ১৯/২১১, ০১/১১/২০২৩।