বুঝতে গেলে কারো ভাষা
বুঝতে হবে তারে;
নীরব থেকেও কথা বলে
নিয়ে দায় ঘাড়ে।
না চিনতে পারলে এই মানুষ
হবে ব্যর্থ ভাষা বোঝা;
ওই কানে শোনা ভাষা গুলো
বুঝতে বড় সোজা।
নীরব প্রকৃতিকে যারা বোঝে
তারাই জ্ঞানী জন;
আসল সত্য বুঝতে তাঁদের
শুধুই কাঁদে মন।
বিবেকবোধের মাপকাঠিতে
চিত্তে চেতন জাগে;
জ্ঞানীরা তাই সকল সময়
শুধু জ্ঞানটুকুই মাগে।
ওই বিদ্যাবুদ্ধি সকল সাথী
গুণী মানুষের হয়;
জ্ঞান ছাড়া কি কঠিন যুদ্ধ
করতে পারে জয়?
২২শে অগ্রহায়ণ,১৪৩০,
ইং ০৯/১২/২০২৩,
শনিবার বিকেল ৪:৩১। ২২১৩, ২০/১৩, ১০/১২/২০২৩।