নিজেই নিজের শত্রু মিত্র
ভাবতে হবে বসে;
চেতনার দুয়ার খুলে দিলে
বুঝবে সকল শেষে।
বাইরে যাদের দেখো তুমি
তাঁরা শত্রু নয়;
স্বার্থ দেয় সব ব্যর্থ করে
এটাই বড় ভয়।
একটু ভাবো ঘরের কথা
বুঝতে পারবে সব;
ঘর শেখাবে সকল কিছু
নয় কেউ তো পর।
২৫ শে ভাদ্র, ১৪৩৯,
ইং ১২/০৯/২০২৩
মঙ্গলবার সকাল ১০:০৭। ২১২৭, ১৯/৬১, ১৩/০৯/২০২৩।