জ্ঞানের স্ফুরণ ঘটে
নিজেকে জানার মাঝে
তাই শৈশব কৈশোর যৌবন;
প্রভাতে সূর্য ওঠে
আনন্দের দৃশ্য বটে
তারপরে শুরু অকালবোধন।
আসে নানান জটিলতা
সম্মুখীন হয় ব্যর্থ, সফলতা,
চলতে থাকে কুরুক্ষেত্রের রণ;
আকাশ কুসুম কল্পনা
এসে পরে বাস্তবের জল্পনা
এটাই বুঝি সেই চেতনার ধন।
জ্ঞান, অজ্ঞানের কথা
ওই ভাবনায় লাগে ব্যথা
এটাই বিবেক বুদ্ধির ব্যর্থতা;
যদি বিবেক বুদ্ধিহীন
কাটে এই মানুষের দিন
কোথায রবে জীবনের সার্থকতা?
১০ই কার্তিক, ১৪৩১,
ইং ২৭/১০/২০২৪,
রবিবার সকাল ৯:৫৩। ২৫৩৫, ২৩/৭৭
২৭/১০/২০২৪।