ছোট্ট পাখি বসে আপন কুলায়
ভাবছে বুঝি যাবে কোথায়?
নীড়ের পাখি নীড় ছাড়া হলে
জানেনা কেউ আসিবেই ফিরে।
বাঁধে বাসা নিয়ে কত আশা
কভু হয় না পূরণ সব;
পথমাঝে কভু চলে যেতে হয়
শুনি সেই হাহাকার রব।
বোঝেনা সেজন এরই নাম জীবন
এই মহা সংগ্রামের পথে;
চলে কত টানাটানি অন্তরে মানি
শেষে এসে উঠে স্বর্ণ রথে।
২৪শে ভাদ্র, ১৪৩০,
ইং ১১/০৯/২০২৩,
সোমবার সকাল ৯:০৮। ২১২৬, ১৯/৫৯, ১২/০৯/২০২৩।