মানুষ চাইলেই আসবে সুদিন
ভালো- চেতনা নির্ভর;
দুর্বৃত্ত রাজ শেষ হলে পরেই
বসবে সুশাসনের দরবার।
শাসক যদি স্বীকার না করে
সে একজন মানুষ;
তাহলে বল তার প্রশাসকের
কেমনে ফিরবে হুশ?
মায়ের গর্ভে জন্ম নিয়া
বলে আমি বায়োলজিক্যাল নই;
তাহার কাছে মানুষের দাবী
পাব কেন থই?
পিতৃহীনকে সবাই বলে
ঈশ্বর পুত্র জানি;
মায়ের গর্ভে কেমনে এলো
মিথ্যা কেমনে মানি?
বিয়ে করে বউকে ছেড়ে
নেয় না দায় যারা;
দেশের দায়, জনগণের দায়,
কেমনে নেবে তারা?
হরির পুত্র বলছে গোত্র
সমাজে আনছে বিভাজন;
নিজের সুখে সবই করে
দেখি ছেড়ে আপনজন।
ভোগ বিলাসে মত্ত হয়ে
করছে খরচ দেদার;
সরকারি তহবিল শূন্য হচ্ছে
এই কি নমুনা সেবার?
১৯শে পৌষ, ১৪৩১,
ইং ০৪/০১/২০২৫,
শনিবার সকাল ১:৫২। ২৬০৫, ২৪/৫৩
০৫/০১/২০২৫।