মনের বিনিময় হয়নি বলে
কত স্বপ্ন হারিয়ে গেছে;
করলে তাহা এবার পূরণ
নতুন স্বপ্ন থাকবে বেঁচে।
ঐ সৃষ্টিরসের অমৃতধারা
দেও ছড়িয়ে চারিদিকে;
চিৎ চেতনার সেই পরশে
হবে উজ্জ্বল আবার ফিকে।
কাঞ্চন সৌধ গড়তে গেলে
নিষ্কলুষ সেই মনটা চাই;
নিজের চাইতে পরের কথা
ভাবতে হবে একটু তাই।
ব্যক্তি ভাবনায় হয়নি বড়
ওই স্মরণীয় এমন কেউ;
সবার কথা ভাবতে পারলে
বুকে লাগবে আনন্দের ঢেউ।
জাগাও তবে মনটা এবার
কিছু করে দেখাতে চাই;
বাঁচবে সমাজ বাঁচবে জাতি
বিকল্প তার কিছুই নাই।
১৬ই বৈশাখ ১৪৩১,
ইং ২৯/০৪/২০২৪,
সোমবার বেলা ১০:০৭। ২৩৫৪,২১/৩১
৩০/০৪/২০২৪।