ভুলকে যারা শুদ্ধ করে
জ্ঞানী মানুষ তারা;
নতুন চিত্র ফুটিয়ে তোলে
হয়ে আত্মহারা।

নতুন সৃষ্টি ভুলের মাশুল
জ্ঞান বিজ্ঞানের কথা;
তাহার সাথে জড়িয়ে থাকে
বিনিদ্র রজনীর ব্যথা।

কৃচ্ছ সাধন যাকে বলি
সেই সাধনার ফল;
উত্তরসূরি সুখে থাকুক
বাধাকে করে জল।

তাইতো বলি জ্ঞানীগুণী
ভবিষ্যতের কথা ভাবে;
সেই চেতনা সবার মাঝে
আসবে বলো কবে?

তবেই আমরা মানুষ হবো
হব মানুষের ভাই;
সেই সাধনা করতে যেন
লজ্জা নাহি পাই।

২৮শে আষাঢ়,১৪৩১,
ইং ১৩/০৭/২০২৪,
শনিবার রাত ১২:৪১। ২৪৩০২, ২২/১১
১৪/০৭/২০২।