নবীন প্রবীণের মিলনে অধিকতর
মসৃণ হোক চলার পথ সকল বাঁধা
পেরিয়ে। নবীনের জয় উল্লাস প্রবীণ
এর কাছে পাঞ্চ-জন্য শঙ্খ ধ্বনির মত
মহাযুদ্ধে জয়ের আনন্দ আনবে বয়ে।
অনন্তের পানে ছুটিবে নবীন, প্রবীণের
আশিস নিয়ে। কার্পণ্য নয়, হবে সদয়
হার্দিক শুভেচ্ছা দিয়ে। মানুষ জানিবে
বিশ্ব চিনিবে নবীনের জয়যাত্রার পথ;
ফুলের পাপড়ি ছড়িয়ে বরণ করিবে
বিশ্বজয়ের রথ। ধন্য হবে প্রবীণরা তাই
রেখে নবীনের হাতে হাত; নতুন পথের
দিশারী হবে মিলে এক সাথ। এসো
নবীন, এসো প্রবীণ, এসো প্রাণের
আবেগ নিয়ে; ওই আত্মায় আত্মায়
হোক মিলন হৃদয়ের বন্ধন দিয়ে।
ছুটিবে রথ অনন্তের পানে সকল বাঁধা
ভেঙ্গে; রাঙিয়ে দেবে বিশ্ব এবার নতুন
নতুন রঙে। হবে এটাই এবার যুগের বাণী;
আর জয় উল্লাসের উঠবে ধ্বনি।
নবীন প্রবীণ গড়বে মিশে, নতুন নতুন
পথের দিশে। হবে এটাই আগামীর ঐ
ধারা; হেথায় ওই নবীন প্রবীণ থাকবে
যারা। হার্দিক শুভ ইচ্ছা রইলো সবার তরে;
আঁধার কাটিয়ে আলোর উজ্জল ভোরে।
৪ ঠা আশ্বিন, ১৪৩০,
ইং ২২/০৯/২০২৩,
শুক্রবার সকাল ৯:২৬। ২১৩৬, ১৯/৮৩, ২৩/০৯/২০২৩।