ধর্মের নামে মতবাদে বিভেদ
নানান মুনির নানা কথা;
ব্যক্তিস্বার্থ নিয়ে ভেবেছে সবাই
ভাবে নাই বিভেদের ব্যথা।

পুরুষ প্রকৃতি একই সেই রীতি
কেন বেঁধে দিলে বিভেদের সুর;
ইচ্ছে থাকলেও মানুষ পারে না
ফেরাতে সমতা বিভ্রাট করে দূর।

যাহা শিখলাম যাহা বুঝলাম
সেই শুরুর সময় হতে;
ওই আষ্টেপৃষ্ঠে রেখেছে বেঁধে
পারি না ছাড়িয়া দিতে।

হিংসা দেশ আর ধর্মবিদ্বেষ
পাষাণ খোদিত যেন;
শত চেষ্টায় পারি না তুলিতে
বিষবৃক্ষের মূলে হেন।

মানুষে মানুষে গলাগলি ধরে
থাকিতে চেয়েছে মানুষ;
মত-দাতাদের স্বার্থের নেশায়
বুঝি ছিল না কোন হুশ।

এই জীবন নিয়ে কত সংগ্রাম
উপরি ধর্মের বোঝা;
হায়রে জ্ঞানীগুণী! হায়রে দর্শন!
মতবাদ নয় সোজা।

ধর্ম মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য
প্রকৃতি শেখায় তাহা;
দেখ মরুর মানুষ বাংলার মানুষ
গুণেতে পার্থক্য যাহা।

কেবল মানুষই পারে চেতনা দিয়ে
ভাঙতে দুর্ভেদ্য প্রাচীর;
জানিনা আমাদের মাঝে কবে আসবে
সেই অপরাজিত বীর?

মুক্তির আশায় আছি পথ চেয়ে
কবে আসবে সেই দিন;
মুক্ত হবে বুকের পাষাণ ভার
শোধিব পাপের ঋণ।

ইংরেজি নববর্ষের অগ্রিম শুভেচ্ছা রইল সবার জন্য।

১৪ই  পৌষ, ১৪৩১,
ইং ৩০/১২/২০২৪,
সোমবার রাত ৭:৪৬। ২৬০২,২৪/৪৪,
০২/০১/২০২৪।