কোথায় বিচার? কিসের বিচার?
কে করবে এটা আজ ?
দেশটা যে আজ ছন্ন ছাড়া
চলছে মাকাল রাজ ।

নামের আগে মিথ্যা ডক্টরে
কেউবা এমএ পাস;
এমনতর শাসকের সুশাসনে
জনগণ করছে হাঁস-ফাঁস।

শাসক প্রশাসক মিলেমিশে
হচ্ছে একাকার;
যেমন খুশি করছে তারা
দেখছি বারবার।

নিম্ন আদালত উচ্চ আদালত
নীতিহীনতায় ভরা;
জীবনের স্পন্দন মিলিয়ে যাচ্ছে
হচ্ছে সবাই জড়া।

শাসকের বোঝা বইতে বইতে
শ্রান্ত বুঝি সবাই;
কতকাল টানবো পাপের বোঝা
মুক্তি পেতে চাই।

৫ই মাঘ, ১৪৩১,
ইং ১৯/০১/২০২৫,
রবিবার দুপুর ১২:২৩। ২৬২২, ২৪/৮৯,
২২/০১/২০২৫।