ধ্বংস যখন আসে ধেয়ে
হিতাহিত বোধ থাকে না;
আপন পরের ধারণাটাই
কোন কাজে লাগে না।

ভালো মন্দের পার্থক্যটা
বুঝেও যেন বোঝেনা;
মৃত্যুর সময় হরির নাম
আপন মনের সান্তনা।

১৬ই ভাদ্র, ১৪৩১,
ইং ০২/০৯/২০২৪,
সোমবার সকাল ৮:৪৫। ২৪৮১, ২২/১৪৭,
০৩/০৯/২০২৪।