মৃত্যুর পরে দেখ চেয়ে
শ্মশানের সেই রূপ
পুড়ছে মাথা পুড়ছে চুল
অনুভবে কি সুখ!

বুকের পাঁজর পুড়ছে ধীরে
পুড়ছে হাত পা;
ওই ফুসফুসটা পুড়ে এবার
জ্বলছে হৃদপিণ্ডটার গা।

এমনি করেই পুড়বে সব-ই
কোন ব্যথা পাবেনা;
ইচ্ছা হবে হয়তো ডাকতে
উচ্চ স্বরে মা।

ভিতরের আগুন নিভে যাবে
হয়তো একটু পরে;
হারিয়ে যাবে এই অস্তিত্বটাই
ক্রমে ধীরে ধীরে।

ভস্ম হবে সোনার দেহ
হলুদ তেলে মাখা;
এক মুঠো কালো ছাই
ভাব একবার তাহা।

তবু বড়াই- হিংসা দ্বেষের
ভাবতে কষ্ট হয়;
মানুষ জন্মের এই পরিণতি
কত যুদ্ধ করে জয়।

ওই গদিয়াটা পালঙ্কে শুয়ে
ভাসছে চোখে তাই;
তবু কেন আমরা মানুষ
আজও মানুষ হই নাই।

১৪ই চৈত্র, ১৪৩১,
ইং ২৮/০৩/২০২৫,
শুক্রবার বিকেল ৪:৩১।

Gaze Upon Death’s Silent Play
              Jagrata Bibek

Gaze upon the burning ground,
Where death unfolds its art;
The head, the hair, all set ablaze—
Does joy still touch the heart?

The ribs now crackle in the flames,
The limbs turn into dust;
The lungs collapse, the heart ignites,
As fire devours the husk.

Thus shall burn this mortal shell,
No pain shall pierce the night;
Yet you may long to call aloud
For mother’s guiding light.

The fire within will fade away,
Its embers cool and still;
This fleeting form will cease to be,
Its presence lost at will.

The golden skin, once bathed in oil,
Shall turn to ashen gray;
A fistful of mere blackened dust—
Reflect on it today.

Yet pride and rage, and envious spite,
Still burden human breath;
What futile wars we wage in life,
To meet such simple death.

Even as the silken bed
Holds the head once filled with pride,
Tell me, why—O mortal race—
Have we not yet become mankind?

14th Chaitra, 1431
March 28, 2025,
Friday, 4:31 PM ২৬৮৬,
২৫/৫৩, ২৯/০৩/২০২৫।