ওই ধর্মের নামে
যারা ফিরে যেতে চায়
সেই আদিম যুগে।
তাদের হাতে সুরক্ষিত নয়
বিজ্ঞানের আধুনিক যুগ
ধর্মীয় মৌলবাদের নীতিমালা
পারেনা আনতে সুখ।
কলির যুগে এসে
আমরা কি ফিরে যেতে চাই
ফেলে আসা সত্য যুগে?
মোহন ভাগবতের কথায়
প্রকৃত স্বাধীনতা এলো
রাম মন্দির প্রতিষ্ঠার দিনে।
ধর্মীয় মৌলবাদের নীতিতে
যদি ভারতরাষ্ট্র চলে
টুকরো হওয়ার সম্ভাবনাটা
থাকবে পলে পলে।
মোহন ভাগবত আর জামাত ইউনুসে
পার্থক্যটা কোথায় আছে?
ইউনুস মানে না বাংলাদেশের স্বাধীনতা
তেমনি ভারত- মোহন ভাগবতের কাছে।
মানুষ যারা বিবেক হারা
তাদের থাকে এমনই ধারা;
সঠিক চেতনায় আছে যারা
দিতে পারে দিশা তাঁরা।
এসেছে সময় বুঝে নিতে হবে
দেরি করিলে কেমনে চলবে?
বাঁচাতে জনগণ বাঁচাতে দেশ
মতবাদী ধর্ম ভুলিতে হবে।
আমরা ফিরব না আর আদিম যুগে
সম্মুখে চলতে হবে
অজানা সেই পথটা ধরে;
মিলবে বিপদ আসবে ঝঞ্ঝা
অসীম সাহস বুকে নিয়ে
পূর্বসূরীরা এসেছে যেমন করে।
ধর্মের নামে যে অর্থ খরচ হয়
তাতেই বেকারত্বকে করতে পারে জয়।
কিন্তু সরকার তাহা করবে না
যদি করে ওদের গদি থাকবে না।
ক্ষমতার যে কেমন লোভ
চাকরি চুরি, ওষুধ জালিয়াতি,
সব মিলিয়ে ফাটছে তোপ।
তোপে তোপে দম বন্ধ হলো
অন্ধ আমরা করছি শোক;
সম্মুখ যুদ্ধ ছেড়ে দিয়ে
করছে অবশ ধর্মের রোগ।
তবুও আমরা আছি মেতে
ধর্মীয় ওই নানান গীতে।
আদি যুগের কত গল্প
দেখি এই যুগে তাই অল্প।
নির্বোধ যদি শাসক হয়
এগিয়ে যাবার থাকবে ভয়।
পশ্চাদপানে ফিরে যেতে চায়
ধ্বংসের দিশা এটাই তো হয়।
১লা মাঘ, ১৪৩১
ইং ১৫/০১/২০২৫,
বুধবার বিকেল ৪:৩৫।২৬১৭, ২৪/৮৪,
১৭/০১/২০২৫।