মানুষ সজ্জন'ই হতে চায়
জন্মের পরে;
ওই পারেনা করতে তাহা
মত মতান্তরে।
মানুষের সৃষ্টি যাকাত ফিতরা
ধর্মের কৃষ্টি তাই;
মানুষে মানুষে বিভেদে এনে
পুণ্যের ছোঁয়া পাই।
নেশার জিনিস তৈরি করে
ব্যবসা করে ধনী;
এই যুবসমাজ তাহার ফলে
ধনীর কাছে ঋণী।
ন্যায়-অন্যায় ভুলে গিয়ে
ওদের কাজ করে;
আর এই জগতের ধনীরা
তাদের গোলা ভরে।
আজ যারে বিরোধী বলি
কাল ক্ষমতায় ফিরলে;
সেও ওদের মতই হবে
অবাক হবে মিললে!
অর্থ লোভ আর ক্ষমতা
এই বিভাজনের স্রষ্টা;
মানুষ হারায় মানবতা বোধ
আমরা সাজি দ্রষ্টা।
সেই বিচারবুদ্ধি সব হারিয়ে
নপুংসক হই আমরা;
ধ্বংসের পথে ক্রমে চলে
হতেই হবে ঝামরা।
২৩ শে জ্যৈষ্ঠ, ১৪৩০,
ইং ০৭/০৬/২০২৩,
বুধবার সকাল ৯:৫৩। ২০৩২, ০৮/০৬/২০২৩।
বিঃ দ্রঃ
ঝামরা যদি বিবর্ণ হয়
পামরা কেন পাপী নয়?