ভালোরা চলে যায় তাড়াতাড়ি
সংকট মুহূর্ত কালে;
পারে না সমাজ ধরে রাখতে
হৃদয়ের বাঁধন জালে।
আবুল হোসেন ও চলে গেলেন
আজ শোকাহত বাংলাদেশ;
সেই ক্ষতির আর হবে না পূরণ
শুধুই রয়ে যাবে তাঁর রেশ।
তাঁর কর্মকাণ্ডে যে শান্তি তিনি
পেয়ে গেছেন চিরকাল;
তাঁর প্রদর্শিত সেই পথে চলতে
বাঙালিরা ধরুক হাল।
তবেই শান্তি পাবে তাঁর আত্মা
হবে ধন্য আপন জন;
মনে প্রানে সবাই জেগে উঠুক
হোক শুরু নতুন রণ।
৭ই কার্তিক,১৪৩০,
ইং ২৫/১০/২০২৩,
বুধবার রাত ১১:৪২। ২১৬৮, ১৯/১৯৯, ২৬/১০/২০২৩।