কর্ম মোদের সবার প্রয়োজন
সরকার তাহা দেখে;
শ্রমশক্তির সঠিক রুপায়ন
তারাই ধরে রাখে।

যোগ্য অযোগ্যর পৃথক যদি
সরকার না করে;
পয়সার বিনিময় চাকরি হলে
বিভেদটা যায় বেড়ে।

পরিচালনার পদ গুলো যে
রূপকারের সমান;
নিম্নমানের লোক দিয়ে ওই
থাকেনা তার মান।

জাতীয় শিক্ষা ধর্মীয় শিক্ষা
শিক্ষা ভিন্ন ভিন্ন;
গুরুগৃহ, মাদ্রাসার শিক্ষার
ঐ ধরনটাই অন্য।

স্কুল কলেজ ইউনিভার্সিটির
মুক্ত জ্ঞান-বিজ্ঞান;
ধর্মীয় শিক্ষা আঁধার ঘেরা
ঈদগাহটা যেমন।

জ্ঞানের সীমা অসীম বন্ধু
যায় না বাঁধা তারে;
ঘরের দেয়াল ভাঙতে হবে
শুধুই মনের জোরে।

দেশের শ্রমজীবীরা শত্রু নয়
শত্রু নিয়োগকর্তা;
গোপন চুক্তি তারাই করে
আছে তার বার্তা।

মরবে কেন ছাত্র সমাজ
শ্রমের খোঁজে গিয়ে?
ছাত্রে-ছাত্রে দ্বন্দ্ব বাঁধায়
রাজনীতিটা দিয়ে।

অযোগ্য হলে দেশের শাসক
সকল মাটি হয়;
আসল সত্য চাপা পড়ে
মিথ্যার হয় জয়।

২রা শ্রাবন,১৪৩১,
ইং ১৮/০৭/২০২৪,
বৃহস্পতিবার সকাল ৯:৩৫। ২৪৩৫, ২২/২৫
১৯/০৭/২০২৪।

*******
পুরাণে গুরুর শিক্ষার গৃহকেও ঈদগা বলা হত।