মানুষ নামের মানুষ আছে
মনুষ্যত্বটাই নাই;
ওই অমানবিক আচরণ করা
মানবতা কি তাই?
মুক্ত মনের মুক্ত মানুষ
যুক্ত কোথায় বল?
আষ্টেপৃষ্ঠে বাঁধতে চায়
আইন তৈরি হল।
কাদের স্বার্থে এমন আইন
কাদের মঙ্গল হবে?
ঐ মানবতাকে বন্ধক রেখে
মঙ্গল করা যাবে?
দেশের মঙ্গল জাতির মঙ্গল
মঙ্গল সবার চাই;
ব্যক্তি স্বার্থ ছাড়লেই কেবল
সত্য খুঁজে পাই।
৭ই ভাদ্র, ১৪৩১,
ইং ২৪/০৮/২০২৪,
শনিবার বেলা ১১:১৫। ২৪৭৩, ২২/১১৯,
২৬/০৮/২০২৪।