বয়সে বার্ধক্য হয়না মানুষ
মনেই বার্ধক্য হয়;
ইচরে পাকা, চেতনায় থাকা
বার্ধক্য তারে কয়।
বয়সের ভারে অনেকেই পারে
নবীনদের সমকাজ;
নবীনরা যেথায় ফুরিয়ে যায়
বৃদ্ধরা করে রাজ।
মন মানসিকতা চেতনার দাতা
বয়স নির্ভর নয়;
পঁচিশ যদি হয় আশির সমান
থাকে না তার ভয়।
নানান রূপে জীবন দেখি
অল্পেই গুড়িয়ে যায়;
বেশিরা চলে যুবকের মত
নিয়ে মাথায় দায়।
২৩শে অগ্রহায়ণ,১৪২৯,
ইং ১০/১২/২০২২,
শনিবার বেলা ১২:২৩। ২২১৬, ১৬/১৯১, ১৩/১২/২০২৩।